সাহিবগঞ্জ–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে যুক্ত হল এসি সিটিং কোচ, দীর্ঘদিনের দাবি পূরণ
মালদা, ৫ জানুয়ারি ( হি. স.) : সাহিবগঞ্জ ও সংলগ্ন এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল পূর্ব রেল। মালদা ডিভিশনের উদ্যোগে ১৩৪২৮/১৩৪২৭ নম্বর সাহিবগঞ্জ–হাওড়া–সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে যুক্ত করা হল একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সিটিং কোচ।
এসি কোচ


মালদা, ৫ জানুয়ারি ( হি. স.) : সাহিবগঞ্জ ও সংলগ্ন এলাকার যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল পূর্ব রেল। মালদা ডিভিশনের উদ্যোগে ১৩৪২৮/১৩৪২৭ নম্বর সাহিবগঞ্জ–হাওড়া–সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে যুক্ত করা হল একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সিটিং কোচ। সোমবার থেকেই এই এসি কোচ সংযোজনের মাধ্যমে ট্রেনটি চলাচল শুরু করেছে।রেল সূত্রে জানানো হয়েছে, সাহিবগঞ্জ–হাওড়া রুটটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত দিনের বেলার রুট। প্রতিদিন এই ট্রেনে বিপুল সংখ্যক নিত্যযাত্রী, অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও দূরপাল্লার যাত্রীরা যাতায়াত করেন। যাত্রীদের মধ্যে নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রার চাহিদা ক্রমশ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এসি সিটিং কোচ যুক্ত হওয়ার প্রথম দিনেই ট্রেনটি শতভাগ যাত্রী পূর্ণতা নিয়ে চলাচল করেছে, যা যাত্রীদের আগ্রহ ও ইতিবাচক সাড়া স্পষ্টভাবে তুলে ধরছে। নতুন কোচ সংযোজনের ফলে যাত্রীদের যাত্রানুভূতি আরও উন্নত হবে বলে রেল কর্তৃপক্ষের আশা।পূর্ব রেলের মালদা ডিভিশন জানিয়েছে, যাত্রী পরিষেবা উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও ধাপে ধাপে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে এবং যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী পরিষেবায় পরিবর্তন আনা হবে বলে রেল প্রশাসন আশ্বাস দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande