বারাসাতে শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে উত্তেজনা, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ
বারাসাত , ৫ জানুয়ারি ( হি. স.) : সোমবার সন্ধ্যায় বারাসাতের মিলনের মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে ওই জনসভার আয়োজন করা হয়। সভাস্থলে পৌঁছনোর আগেই শ
বিক্ষোভ


বারাসাত , ৫ জানুয়ারি ( হি. স.) : সোমবার সন্ধ্যায় বারাসাতের মিলনের মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে সোমবার বিকেলে ওই জনসভার আয়োজন করা হয়। সভাস্থলে পৌঁছনোর আগেই শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ।প্রত্যক্ষদর্শীদের দাবি, বারাসাত ১১ নম্বর রেলগেটের কাছে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছতেই বারাসাত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।পরিস্থিতি সামাল দিতে বিজেপির যুব মোর্চার কর্মীরা শুভেন্দু অধিকারীকে কর্ডন করে এলাকা পার করানোর ব্যবস্থা করেন। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে বিজেপি যুব মোর্চার কর্মীদের বচসা বাঁধে। উত্তেজনা আরও বাড়তে পারে আশঙ্কায় পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বারাসাত কলেজ চত্বরে ঢুকিয়ে কলেজের গেটে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। এর পরেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কলেজের ভিতর থেকে বিক্ষোভ চালাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বেশ কিছুক্ষণ চরম উত্তেজনা বজায় থাকে।যদিও পুলিশি তৎপরতায় বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande