
পাণ্ডবেশ্বর, ৫ জানুয়ারি ( হি. স.) : বাংলা ভাষায় কথা বলার অভিযোগে মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তিনজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, শুধু বাংলা বলার কারণেই তাঁদের মাথায় গরম চা ঢেলে দেওয়া হয়, ছিনতাই করা হয় এবং বিবস্ত্র করে মারধর করা হয়। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের পরিবারগুলির মধ্যে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের সন্ধানে ওই তিন শ্রমিক মহারাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। ভাষাগত পরিচয়কে কেন্দ্র করেই এই বর্বর অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কোনওরকমে প্রাণ বাঁচিয়ে তাঁরা বাড়ি ফিরেছেন।সোমবার ঘটনার খবর পেয়ে নির্যাতিত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ভাষার ভিত্তিতে এ ধরনের নির্যাতন কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আক্রান্ত শ্রমিকদের পাশে আমরা রয়েছি।” তিনি আরও জানান, আগামী সাত দিনের মধ্যে ওই তিন শ্রমিককে পাণ্ডবেশ্বর এলাকায় নতুন কাজে নিযুক্ত করার ব্যবস্থা করা হবে।এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভাষার কারণে মানুষের উপর এমন অমানবিক অত্যাচার দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়