(আপডেট) প্রেমিককে নিয়ে আত্মহত্যা গৃহবধূর, চাঞ্চল্য জলপাইগুড়িতে
জলপাইগুড়ি, ৫ জানুয়ারি (হি. স.) : সম্পর্কের টানাপোড়েনের জেরে শেষমেশ প্রেমিককে নিয়েই আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে আসে ময়না
(আপডেট) প্রেমিককে নিয়ে আত্মহত্যা গৃহবধূর, চাঞ্চল্য জলপাইগুড়িতে


জলপাইগুড়ি, ৫ জানুয়ারি (হি. স.) : সম্পর্কের টানাপোড়েনের জেরে শেষমেশ প্রেমিককে নিয়েই আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির খাগড়াবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা।

জানা যায়, এদিন সকালে স্থানীয় মানুষজন সেখানের একটি চা বাগানে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় ময়নাগুড়ি থানায় খবর দেওয়া হয়। আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়। মৃত দুজনের নাম প্রতিমা রায় এবং প্রভাত অধিকারী। পুলিশ জানিয়েছে, বেশ কিছুমাস আগে প্রভাত অধিকারী নামে ওই যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় ময়নাগুড়ির বেদগাড়া গ্রামের গৃহবধূ প্রতিমা রায়ের। ভালোবাসার টানে মাস খানেক আগে প্রভাতের হাত ধরে বাড়ি ছাড়ে প্রতিমা। এরপর থেকে খোঁজ মিলছিল না! কিন্তু রবিবার রাতে দুজন এলাকায় ফিরে আসেন বলে জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু বাড়ি ফেরেননি তাঁরা। উলটে বাড়ির পাশের একটি চা বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রতিমা রায় এবং প্রভাত অধিকারী। পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande