
কামারহাটি, ৭ জানুয়ারি ( হি. স.)- বছরের শুরুতেই বড় ধাক্কা খেল কামারহাটির শিল্পাঞ্চল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল প্রবর্তক জুটমিল লিমিটেড। মিল বন্ধের নোটিশ রাতারাতি কারখানার গেটে টাঙিয়ে দেওয়া হয়। এর জেরে এক লহমায় কর্মহীন হয়ে পড়েন অন্তত এক হাজার শ্রমিক। বুধবার হঠাৎ মিল বন্ধের খবরে প্রবর্তক এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।শ্রমিকদের দাবি, মিল বন্ধের কোনও কারণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি। কারখানায় পর্যাপ্ত কাঁচা পাট মজুত ছিল এবং উৎপাদনও স্বাভাবিকভাবেই চলছিল। তা সত্ত্বেও কেন মিল বন্ধ করা হল, তা নিয়ে ধোঁয়াশায় শ্রমিকরা। সংসার চালানো, ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি ও পড়াশোনা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা।এর প্রতিবাদে মিল গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। পরে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু হলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় বেলঘড়িয়া থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসাও হয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়।এ বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে নারাজ। মিল কবে খুলবে এবং শ্রমিকদের ভবিষ্যৎ কী, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রবর্তক জুড়ে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়