
আহমেদাবাদ, ৮ জানুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদ শহরের গোমতীপুর এলাকায় অবস্থিত চারতোদা কবরস্থানের প্রায় ৩০০টি কবর অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে আহমেদাবাদ পৌর কর্পোরেশন (এএমসি)। রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কবরস্থানের জমি পড়ায় এই নোটিস দেওয়া হয়েছে।
পৌর কর্পোরেশনের নোটিসে জানানো হয়েছে, আরডিপি (সড়ক উন্নয়ন পরিকল্পনা) অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় ৩০.৫০ মিটার প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কারণে কবরস্থানের চৌহদ্দি ও কবরগুলি সরানোর জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম নোটিস ২৩ ডিসেম্বর ২০২৫-এ জারি করা হয়েছিল এবং পুনরায় নোটিস জারি করা হয়েছে ৪ জানুয়ারি ২০২৬-এ।
নোটিস জারির পর থেকেই এলাকায় বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, চারতোদা কবরস্থান ওয়াকফ আইনের আওতাভুক্ত এবং এখানে অবস্থিত ‘দাদি মাই কা রোজা’ একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। তাঁদের বক্তব্য, অতীতে এই বিষয়ে গুজরাট হাই কোর্টে শুনানির সময় কবরস্থানে কোনও ধরনের ক্ষতি না করার আশ্বাস দেওয়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু পরিবারের একাধিক প্রজন্মের কবর এই কবরস্থানেই রয়েছে। উন্নয়নের নামে কবর সরানোর সিদ্ধান্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে বলে তাঁদের দাবি।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা হবে। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য