সিরসা রেললাইনে আত্মঘাতী যুগল, দু’জনেরই মৃত্যু
সিরসা, ৭ জানুয়ারি (হি.স.): হরিয়ানার সিরসা জেলার কালানওয়ালি এলাকায় এক বিবাহিত প্রেমিক যুগল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বাথিন্ডা থেকে সিরসাগামী জম্মু-কাটরা এক্সপ্রেসের নিচে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থ
সিরসা রেললাইনে আত্মঘাতী যুগল, দু’জনেরই মৃত্যু


সিরসা, ৭ জানুয়ারি (হি.স.): হরিয়ানার সিরসা জেলার কালানওয়ালি এলাকায় এক বিবাহিত প্রেমিক যুগল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বাথিন্ডা থেকে সিরসাগামী জম্মু-কাটরা এক্সপ্রেসের নিচে পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ভর্তি মহিলার কিছুক্ষণ পর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনপ্রীত, তিনি খাতরাওয়ান গ্রামের বাসিন্দা এবং একটি কারখানায় কর্মরত ছিলেন। তাঁর তিনটি সন্তান রয়েছে। মৃত মহিলা বিবাহিত হলেও স্বামীর সঙ্গে আলাদা থাকতেন। তাঁর বিয়ে প্রায় পাঁচ বছর আগে পাক্কা শাহিদা গ্রামের এক যুবকের সঙ্গে হয় এবং তাঁরও দুই সন্তান রয়েছে। তবে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এবং সম্প্রতি তাঁরা একসঙ্গে একত্রবাস করছিলেন। মঙ্গলবার রাতে তাঁরা কালানওয়ালি রেলস্টেশনের কাছে পৌঁছে ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে অনুমান পুলিশের।

বর্তমানে দু’জনের দেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande