
কলকাতা, ৭ জানুয়ারি (হি স)। দীর্ঘদিন টালাবাহানার পর বুধবার ঘোষণা করা হল বিজেপি-র নয়া পঃবঃ রাজ্য কমিটির কর্মকর্তাদের নাম।
শমীক ভট্টাচার্যের সভাপতিত্বে কমিটিতে আছেন মোট ৩৫ জন। এঁদের মধ্যে ১২ জন সহ-সভাপতি। ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক। এঁরা ছাড়াও আছেন এক জন কোষাধ্যক্ষ, দু’জন যুগ্ম কোষাধ্যক্ষ, ১ জন অফিস সম্পাদক ও ২ জন যুগ্ম অফিস সম্পাদক।
এর পাশাপাশি ঘোষিত হয়েছে যুব, মহিলা কিষাণ, ওবিসি, এসসি, এসটি এবং ওবিসি— দলের এই সাত শাখার রাজ্য সভাপতিদের নাম।
সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার নির্দেশে গঠিত নয়া কমিটিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে তিনটি পরিবর্তন করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সৌমিত্র খাঁ, বাপি গোস্বামী এবং শশী অগ্নিহোত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত