পঞ্জাবের স্কুলে শীতকালীন ছুটি বাড়ল ১৩ জানুয়ারি পর্যন্ত
চণ্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে রাজ্যের সমস্ত স্কুলে শীতকালীন ছুটি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ছাত্রছাত্রীদের স্কুল খোলার তারিখ আরও পিছোল। বুধবার পঞ্জাবের শিক্ষামন্ত্
পঞ্জাবের স্কুলে শীতকালীন ছুটি বাড়ল ১৩ জানুয়ারি পর্যন্ত


চণ্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার জেরে রাজ্যের সমস্ত স্কুলে শীতকালীন ছুটি আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে ছাত্রছাত্রীদের স্কুল খোলার তারিখ আরও পিছোল।

বুধবার পঞ্জাবের শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের অন্তত ১৮টি জেলা বর্তমানে ঘন কুয়াশার কবলে। শিশু ও বিদ্যালয়কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই নির্দেশ সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, স্বীকৃত ও বেসরকারি—সব ধরনের স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande