কিভে ড্রোন হামলা রাশিয়ার; নিহত ৪, আহত ১৯
কিভ, ৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিভে ড্রোন হামলা চালাল রাশিয়া। এই ঘটনায় চার জন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। আহতদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি, বেশ কিছু ভবন ভেঙে পড়েছে।
কিভে ড্রোন হামলা রাশিয়ার; নিহত ৪, আহত ১৯


কিভ, ৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিভে ড্রোন হামলা চালাল রাশিয়া। এই ঘটনায় চার জন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন প্রশাসন। আহতদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি, বেশ কিছু ভবন ভেঙে পড়েছে। কিভের মেয়র ভিটালি ক্লিৎসকো এবং সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো এই হামলার কথা জানিয়েছেন।

রাশিয়া শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর, কিভে এই বোমাবর্ষণ চালায়। রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের বিমান বাহিনী দেশব্যাপী ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করেছে। আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক দেশবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন। সশস্ত্র বাহিনীর তরফে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ভোররাতের ঠিক আগে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এই হামলায় পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, তা নির্ধারণ করছে ইউক্রেনের সামরিক বাহিনী। হামলার পর, আঞ্চলিক প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande