উত্তর প্রদেশে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত ১, আহত ৫
বারাণসী, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশে বারাণসীতে ভয়াবহ দুর্ঘটনা। লালপুর থানা এলাকার সঞ্জনা স্টিল ওয়ার্কসের কাছে দুর্ঘটনাটি ঘটে। শনিবার পুলিশ সূত্রে জানান গেছে , দর্শনযাত্রীদের নিয়ে যাওয়া একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে
দুর্ঘটনা


বারাণসী, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশে বারাণসীতে ভয়াবহ দুর্ঘটনা। লালপুর থানা এলাকার সঞ্জনা স্টিল ওয়ার্কসের কাছে দুর্ঘটনাটি ঘটে। শনিবার পুলিশ সূত্রে জানান গেছে , দর্শনযাত্রীদের নিয়ে যাওয়া একটি গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই প্রাণ হারান অবধ কিশোর চৌবে (৬৫)। আহত হয়েছেন নীলা চৌবে (৬০), অমিত কুমার (৪০), সৌম্যা চৌবে (৩৭), সাদিকা চৌবে (১০) ও অনামিকা চৌবে (৬)।মৃত ও আহত সবাই বিহারের বেতিয়া জেলার বাসিন্দা।

এক পুলিশ আধিকারিক জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবধ কিশোর চৌবেকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর বিএইচইউ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande