মেধাবী ২৫ জন'কে বৃত্তি ও শংসাপত্র প্রদান
কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : জীবনানন্দ সভাঘরে শনিবার স্টেম স্কলারশিপ বিতরণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন পাঠক্রমে মেধাবী পাঠরতদের ২৫ জন''কে আগামী এক বছরের জন্য আর্থিক সাহায্য বাবদ অর্থ বরাদ্দ করা হয় এবং তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পাশা
মেধাবী ২৫ জন'কে বৃত্তি এবং শংসাপত্র প্রদান


কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : জীবনানন্দ সভাঘরে শনিবার স্টেম স্কলারশিপ বিতরণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন পাঠক্রমে মেধাবী পাঠরতদের ২৫ জন'কে আগামী এক বছরের জন্য আর্থিক সাহায্য বাবদ অর্থ বরাদ্দ করা হয় এবং তুলে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সুদূর বিহার থেকেও মেধাবী বাছাই করা হয়েছে। এই উপলক্ষে মেধাবী পড়ুয়াদের হাতে শংসাপত্র ও চেক প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে তুলে তা দেওয়া হয়েছে। এদিনের মূল আয়োজক - আমানত ফাউন্ডেশন ট্রাস্ট। যৌথ সহযোগিতায় - জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের অনুষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে - তাজ আ্যন্ড জাকির সৈয়দ ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশন ইন কর্পোরেটেড। উল্লেখ্য, স্টেম এর অর্থ - সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স পাঠক্রমে মেধাবীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম ও প্রধান লক্ষ্য উদ্যোক্তাদের। এদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে মহম্মদ শাহ আলম, কল্যাণ সাহা, পিয়ার আলি গাইন, সৈয়দ তাজ উদ্দিন , জালালুদ্দিন আহমেদ, খালিদ ফজলুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande