জৌনপুর, ১১ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের জৌনপুরে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে, শুক্রবার গভীর রাতে বাকসা থানা এলাকায়। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত ব্যক্তির নাম কণিষ্ক কুমার পাঠক (২২) । তিনি আগরাউড়া গ্রামের বাসিন্দা । অভিযোগ, যুবকটি নিজেকে গুলি করে আত্মহত্যার করে। আত্মহত্যার আগে সে একটি সুইসাইড নোট লিখে তার মায়ের কাছে ক্ষমা চায় এবং তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপতালে পাঠায় । যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন