গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : ঘোষণা করা হয়েছে আসাম পুলিশ কনস্টেবল (এবি এবং ইউবি) এবং সমপৰ্যায়ের ৫,৬১৪টি পদে লিখিত পরীক্ষার ফলাফল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার সকাল ১১.৩০টায় ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন’ (এডিআরই)-এর অধীনে অনুষ্ঠিত আসাম পুলিশ কনস্টেবল (এবি এবং ইউবি) এবং সমপৰ্যায়ের ৫,৬১৪টি পদে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ‘স্টেট-লেভেল রিক্রুটমেন্ট কমিশন’ (এসএলআরসি)। ফলাফল www.slprassam.in ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল।প্ৰসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ১০:৩০টায় ঘোষণা হয়েছিল ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন’ (এডিআরই)-এর গ্ৰেড থ্ৰি-র ফলাফল। ৭,৬৫০টি শূন্য পদের জন্য অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস