হাসপাতাল থেকে ছাড়া পেতেই বিজেপি নেতা শঙ্কর আবার ত্রাণ দিতে নাগরাকাটায়
জলপাইগুড়ি, ১১ অক্টোবর, (হি.স.): টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির দুই জনপ্রতিনিধি! ক''দিন হল তাঁদের একজন শঙ্কর ঘোষ চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। শরীর খানিকটা ঠিক হতেই তিনি শনিবার ফের ত্
শঙ্কর ঘোষ


জলপাইগুড়ি, ১১ অক্টোবর, (হি.স.): টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপির দুই জনপ্রতিনিধি! ক'দিন হল তাঁদের একজন শঙ্কর ঘোষ চিকিৎসার পর ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। শরীর খানিকটা ঠিক হতেই তিনি শনিবার ফের ত্রাণ নিয়ে হাজির হলেন নাগরাকাটায়। ঠিক যেখানে তাঁদের উপর হামলা চালিয়েছিল কয়েকজন হামলাকারী।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হওয়ার পরপরই জানিয়েছিলেন, দল বললে ত্রাণ দিতে ফের তিনি নাগরাকাটায় যাবেন। কথা মতো শনিবারই ঘটনাস্থলে পৌঁছে সহায়-সম্বলহীনদের সঙ্গে কথা বলেন বিধায়ক। ত্রাণ তুলে দেন।

গত সোমবার দুর্যোগকবলিত নাগরাকাটায় একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দু’জনে। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের ঘায়ে চোখের নীচের হাড় ভেঙে যায় সাংসদ খগেন মুর্মুর। তিনি এখনও হাসপাতালে ভর্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande