বাকসা (অসম), ১১ অক্টোবর (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত রাঙাপানি এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত দুজনকে বাইক আরোহী রাঙাপানির মিরাজ বসুমতারি (২৩) পূর্ব কামারদৈচরের বাসিন্দা বীরফুং ব্রহ্ম (২২) বলে শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার স্থানীয় থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রাঙাপানিতে একটি বুলেট (মটর বাইক) এবং চার চাকার কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের সূত্রটি জানিয়েছে, নিহত যুবক বীরফুং ব্রহ্ম কোকরাঝাড় সরকারি কলেজের ছাত্র এবং মিরাজ বসুমাতারি পেশায় একজন নাপিত ছিলেন।
তারা দুজনে গত রাতে লক্ষ্মী পূজা দেখতে বাকসার সিমলায় যাচ্ছিলেন। সিমলা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ইনকুয়েস্ট করে নিহত দুজনকে রাস্তা থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুসলপুরে বাকসা জেলা হাসপাতালে পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস