ছত্তিশগড়ে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জগদলপুর, ১১ অক্টোবর (হি.স.) : ছত্রিশগড়ের জগদলপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে, শনিবার বস্তার লোহরিগুড়া থানা এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকালে তীর্থ এবং নারায়ণপালের মাঝামাঝি ইন্দ্রাবতী নদীতে একটি মানুষের পা পাওয়া
ছত্তিশগড়ে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


জগদলপুর, ১১ অক্টোবর (হি.স.) : ছত্রিশগড়ের জগদলপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় । ঘটনাটি ঘটেছে, শনিবার বস্তার লোহরিগুড়া থানা এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকালে তীর্থ এবং নারায়ণপালের মাঝামাঝি ইন্দ্রাবতী নদীতে একটি মানুষের পা পাওয়া যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পা টি উদ্ধার করে। শনিবার সকালে গ্রামবাসীরা পুলিশকে জানায় যে চিত্রকূট জলপ্রপাতের উপরের এক পা বিহীন যুবকের দেহ পাওয়া যায় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পা বিহীন দেহ উদ্ধার করে । যুবকের পরিচয় এখনও জানা যায়নি। শুক্রবার পাওয়া পা এর সঙ্গে শনিবারে পাওয়া দেহের শনাক্তকরণ করার চেষ্টা করছে পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande