সামসী, ১১ অক্টোবর (হি. স.) : শনিবার সাতসকালে মালদার চাঁচল-২ ব্লকের কান্ডারণ মাঝি পাড়ার আমবাগান থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। চাঁচল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পঞ্চা মাঝি (৩৯)। তিনি লটারি বিক্রি করতেন। বাড়ি কান্ডারণ মাঝি পাড়ায়। মৃতের পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবুও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, পঞ্চা মাঝির গলা, পিঠসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের স্ত্রী বেলু মাঝি দাবি করেছেন, তাঁর স্বামীকে খুন করা হয়েছে। এই মর্মে তিনি পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় এক বাসিন্দা জানান, ‘দেখেই মনে হচ্ছে কেউ ছেলেটাকে খুন করেছে। এমনি ছেলেটা খুবই ঠান্ডা মেজাজের ছিল। এলাকায় একটা লটারির দোকান ছিল। ওকে কোনওদিন কারও সঙ্গে ঝামেলায় জড়াতে দেখিনি। এরকমই একটা ছেলের যে কোনও শত্রু থাকবে সেটা ভাবাই যায় না। যদি কেউ খুন করে থাকে আমরা দোষীদের উপযুক্ত শাস্তি হোক।’
হিন্দুস্থান সমাচার / সোনালি