অন্ডালে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেফতার
পশ্চিম বর্ধমান, ১১ অক্টোবর, (হি.স.): মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে৷ এমনকি শ্লীলতাহানির প্রতিবাদ করায় ওই মহিলার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটে অন্ডাল থানা এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয
অন্ডালে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে সিভিক ভলান্টিয়ার গ্রেফতার


পশ্চিম বর্ধমান, ১১ অক্টোবর, (হি.স.):

মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে৷ এমনকি শ্লীলতাহানির প্রতিবাদ করায় ওই মহিলার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটে অন্ডাল থানা এলাকায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার নীলকন্ঠ নন্দীকে। শুক্রবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

নির্যাতিতা মহিলার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার নীলকণ্ঠ নন্দী তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। মাঝেমধ্যেই তাঁকে ভয় দেখাতেন বলেও অভিযোগ। ওই মহিলা বলেন, তিনি বলেছিলেন তাঁর কাছে সার্ভিস রিভলবার থাকে৷ আমি যদি তাঁর প্রস্তাব মেনে না নিই তাহলে আমার স্বামীকে গুলি করে দেবেন৷ আমি দীর্ঘদিন ধরে ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে একা পেয়ে আমার হাত ধরে টানাটানি, কুৎসিত অঙ্গভঙ্গি করতেন৷ আমি বাধ্য হয়ে শেষে স্বামীকে সমস্ত ঘটনা জানাই ৷

আসানসোল-দুর্গাপুরের এসিপি (অন্ডাল-পাণ্ডবেশ্বর) বলেন, ওই মহিলার অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গৃহীত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande