শালকুমারহাট, ১১ অক্টোবর (হি. স.) : আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাট এলাকায় গাছ কাটতে গিয়ে করাতের আঘাতে শরীর থেকে আলাদা হল মাথা। শনিবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নিরঞ্জন বর্মন। বয়স ৩৪ বছর। আচমকা এমন ঘটনায় শোকাহত পরিবার সহ গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে শালকুমারহাটের সুরিপাড়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন বর্মন প্রধানপাড়া গ্রামে গাছ কাটতে গিয়েছিলেন। গাছের মগডালে করাত নিয়ে উঠতেই কোনওভাবে তার গলায় আঘাত লাগে। প্রায় ত্রিশ ফুট উঁচু থেকে নীচে পরে যান তিনি। গলার সামনের দিকে অংশ প্রায় শরীর থেকে আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের৷ স্থানীয়রাই তড়িঘড়ি পাঁচকোলগুড়ি গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতাপ রায় জানান, ‘ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তার পরিবারেও শোকের ছায়া নেমেছে। বাড়িতে বয়স্ক বাবা,মা, স্ত্রী ও সন্তান রয়েছে। এমন দুঃখজনক ঘটনা নিয়ে কি বলবো বুঝতে পারছি না। তবে এই পরিবারের প্রতি আমাদের সহযোগিতা সব সময় আছে।’
হিন্দুস্থান সমাচার / সোনালি