হাইলাকান্দি পুরপর্ষদে অনুষ্ঠিত ‘লোককল্যাণ মেলা’
২৫ জন স্ট্রিট ভেন্ডারকে ঋণ মঞ্জুরি পত্র প্রদান হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড (পুরপর্ষদ) ও ‘আসাম স্টেট আরবান লাইভলিহুডস মিশন’-এর যৌথ উদ্যোগে হাইলাকান্দি পুরসভা প্রাঙ্গণে ‘লোককল্যাণ মেলা’ অনুষ্ঠিত হয়। মেলার
মেলায় বক্তব্য পেশ করছেন সিটি প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান চৌধুরী


২৫ জন স্ট্রিট ভেন্ডারকে ঋণ মঞ্জুরি পত্র প্রদান

হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড (পুরপর্ষদ) ও ‘আসাম স্টেট আরবান লাইভলিহুডস মিশন’-এর যৌথ উদ্যোগে হাইলাকান্দি পুরসভা প্রাঙ্গণে ‘লোককল্যাণ মেলা’ অনুষ্ঠিত হয়। মেলার মূল উদ্দেশ্য, শহুরে দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় এনে তাঁদের আর্থিক ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা।

শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আসাম স্টেট আরবান লাইভলিহুডস মিশন’-এর এগজিকিউটিভ অফিসার, সিটি প্রজেক্ট ম্যানেজার সহ স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া, অসম গ্ৰামীণ বিকাশ ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা। উপস্থিত ব্যাংক প্রতিনিধিগণ উপভোক্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে বিশদে অবহিত করেন। অনুষ্ঠিত মেলায় ২৫ জন পথপার্শ্বের বিক্রেতাকে পিএম স্বনিধি প্রকল্পের আওতায় মোট ১১ লক্ষ টাকার ঋণ মঞ্জুরি পত্র প্রদান করা হয়।

পিএম স্বনিধি প্রকল্প শহুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জামানতবিহীন কার্যকরী মূলধনের ঋণ প্রদান করে তাঁদের ব্যবসা পুনরুজ্জীবিত ও সম্প্রসারিত করার সুযোগ দেয়।

অনুষ্ঠানে উপস্থিত সাইদুর রহমান চৌধুরী, সিটি প্রজেক্ট ম্যানেজার, অসম স্টেট আরবান লাইভলিহুডস মিশন বলেন, ‘লোককল্যাণ মেলা সরকারের এক অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ, যার মাধ্যমে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও রাস্তায় বিক্রেতাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা হচ্ছে। শুধু ঋণ প্রদানই নয়, ভবিষ্যতে পর্যায়ক্রমে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, জাতীয় পেনশন স্কিম ইত্যাদির আওতায় অন্তর্ভুক্ত করা হবে, যাতে তাঁদের জীবনে আর্থিক ও সামাজিক স্থিতিশীলতা আসে।’

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য কেবল ঋণ বিতরণ নয়, বরং শহুরে দরিদ্র জনগোষ্ঠীকে এক স্থায়ী ও মর্যাদাপূর্ণ জীবিকা গড়ে তুলতে সহায়তা করা। এর মাধ্যমে নগর অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে এবং সমাজে আর্থিক বৈষম্য হ্রাস পাবে।

এগজিকিউটিভ অফিসার শাওন সূত্রধর তাঁর বক্তব্যে জানান, হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড সবসময়ই নাগরিকদের উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। তিনি বলেন, ‘পথ বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। পিএম স্বনিধি প্রকল্পের মাধ্যমে আমরা তাঁদের শুধু আর্থিকভাবে নয়, সামাজিকভাবে সুরক্ষিত করতে চাই। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনার জন্য মিউনিসিপ্যাল বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তারা উপভোক্তাদের ব্যাংকিং প্রক্রিয়া, ডিজিটাল পেমেন্ট, ঋণের পুনর্গঠন, এবং সময়মতো পরিশোধের সুবিধা সম্পর্কে সচেতন করেন।

উল্লেখ্য, শুক্রবারের লোককল্যাণ মেলা শুধু একটি আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান নয়; এটি শহুরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আসাম স্টেট আরবান লাইভলিহুডস মিশন ও হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ড-এর এই উদ্যোগ আগামী দিনে শহরের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারকে আরও শক্তিশালী ও সুরক্ষিত করে তুলবে। আজকের এই প্রোগ্রামে সিটি মিশন ম্যানেজমেন্ট-এর স্টাফ রাজদীপ রায়, রত্না পাল, মুনমুন আচার্য, ডলি ভৌমিক, রিতা বেগম, অলকা দাস এবং গৌরীনাথ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande