নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে সোমবার থেকে ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা। রাষ্ট্রপ্রধান হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। তার সঙ্গে থাকবেন সে দেশের মন্ত্রী,
সাংসদ, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক প্রতিনিধি-সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু তাঁর সম্মানে একটি ভোজসভার আয়োজন করবেন। উখনা দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনা করবেন। ভ
উপ রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্করও তাঁর সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা