জব্বলপুর, ১১ অক্টোবর (হি.স.) : শনিবার ভোররাতে জব্বলপুরের গালগলা-মুকাদমগঞ্জ রোডের এক তিনতলা দোকানে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে, রাত প্রায় ৩টা নাগাদ আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের তিনটি তলাই আগুনের কবলে আসে। খবর পেয়ে দমকল, পুলিশ ও নগরনিগমের দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ছয়টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এক দমকল বাহিনীর আধিকারিক জানান, প্রথমে দোকানের শাটার জেসিবি দিয়ে ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু হয়। কোনও প্রাণহানি হয়নি, তবে দোকানে রাখা প্রায় ৫০ লক্ষ টাকার জিনিস ভস্মীভূত হয়ে যায় ।আগুন সম্পূর্ণ নেভানো হলেও ঘন ধোঁয়ার কারণে উদ্ধারকাজ এখনও চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকানটি হিতেশ তেহলানি নামে এক ব্যবসায়ীর। কয়েক দিন আগেই তিনি দীপাবলির সজ্জার সামগ্রী এনেছিলেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যান। জানা গেছে, আশেপাশের দোকান ও গুদামগুলিতে প্রচুর আতসবাজি ও বারুদ মজুত ছিল। স্থানীয়রা জানিয়েছেন, যদি আগুন আরও ছড়িয়ে পড়ত, তবে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য