কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): শনিবার দুপুরে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) মেট্রো পরিষেবা বন্ধ। জানা গিয়েছে, দমদম স্টেশনে সিগন্যাল সমস্যা দেখা দেয়। তার ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত কোনও মেট্রো চলছে না। আপ এবং ডাউন দু’লাইনেই বন্ধ মেট্রো চলাচল।
মেট্রোরেল সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ দমদম স্টেশনে মেট্রোর সিগন্যালে গোলযোগের বিষয়টি নজরে আসে। ফলে সাময়িক ভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সমস্যা সমাধান করতে ঘটনাস্থলে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়ারেরা। দীর্ঘ সময় লাগে পরিষেবা স্বাভাবিক হতে।
ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপাতত ভাঙাপথে মেট্রো চলে। তবে যাত্রীদের দাবি, ওই লাইনেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক নয়। নির্ধারিত সময়ের অনেক পরে পরিষেবা মিলছে। কোনও কোনও স্টেশনে ১০ মিনিট, আবার কোথাও কোথাও ১৫ মিনিটও ট্রেন দাঁড়িয়ে থাকে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত