পরীক্ষার্থীদের জন্য রবিবার বাড়তি মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর
কলকাতা, ১০ অক্টোবর, (হি.স.): রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, সকাল ৯টার
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো অচল


কলকাতা, ১০ অক্টোবর, (হি.স.): রবিবার রাজ্য পুলিশ নিয়োগের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে।

বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, সকাল ৯টার বদলে সকাল ৭ টায় নোয়াপাড়া ও শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রতি রবিবার মোট ১৩০ টি মেট্রো চলে। আগামী রবিবার আরও ৮টি মেট্রো অতিরিক্ত চলবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে এই পরিষেবা মিলবে। শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হয়নি। তা একই থাকছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে – রবিবার সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে।

*সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে।*সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিতে প্রথম মেট্রোটি ছাড়বে।

*গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে প্রতি রবিবার চলে ১০৪ টি মেট্রো। আগামী রবিবার চলবে ১১২ টি। সকাল ৯টার বদলে গ্রিন লাইনেও সকাল ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী –

*সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রোর প্রথম পরিষেবা চালু হবে।

*সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।

*গ্রিন লাইনেও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই। তবে এই লাইনে আধঘণ্টার বদলে আরও কম সময়স অন্তর মেট্রো মিলবে। তাতে পরীক্ষার্থী তো বটেই, আমজনতারও সুবিধা হবে বলে আশাপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande