গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে অসমের রাজধানী গুয়াহাটি থেকে ১৮৮ কিলোমিটার উত্তরপূর্বে এবং উজান অসমের সদর ডিব্রুগড় থেকে ২০৩ কিলোমিটার পশ্চিমে অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায়। আজ শনিবার সকাল ০৮টা ৩১ মিনিট ৩৫ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। এ খবর লেখা পর্যন্ত সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে জানিয়েছে, আজ শনিবার ভারতীয় সময় ০৮:৩১:৩৫টায় সংঘটিত ৩.৫ মাত্ৰার ভূমিকম্পের উৎসস্থল ছিল পূর্ব কামেং জেলার ভূপৃষ্ঠের ৫ কিমি গভীরে ২৭.৫২° উত্তর অক্ষাংশ এবং ৯২.৮৫° পূর্বে।
জেলার কিছু অংশে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্ৰশাসন।
উত্তর-পূর্বাঞ্চলে প্রায়ই নিম্ন থেকে মাঝারি তীব্রতার ভূমিকম্প হয়। তাই সুরক্ষা প্রটোকল মেনে চলতে সংশ্লিষ্ট নাগরিকদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস