দুর্গাপুরের ঘটনায় গভীর দুশ্চিন্তা ওডিশার মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর সচিবালয় এক্স হ্যান্ডলে শনিবার লিখেছে, পশ্চিমবঙ্
মোহন চরণ মাঝি


কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ওড়িয়া ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

ওড়িশার মুখ্যমন্ত্রীর সচিবালয় এক্স হ্যান্ডলে শনিবার লিখেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ওড়িশা সরকার নির্যাতিতার পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা দেবে।”

প্রসঙ্গত, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠল, এবার নির্যাতনের শিকার হন ওড়িশার এক পড়ুয়া। রাজ্যের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে দুর্গাপুরের কাছে পারদই জঙ্গল গণধর্ষণের অভিযোগ উঠেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande