বিশ্রামগঞ্জে গাড়ি থামিয়ে মারধর কাণ্ডে এক অভিযুক্ত গ্রেফতার, পাঁচ জন পলাতক
বিশালগড় (ত্রিপুরা), ১১ অক্টোবর (হি.স.) : বিশ্রামগঞ্জ এলাকায় গাড়ি থামিয়ে মারধরের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাপ্পা দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে রা
অভিযুক্ত বাপ্পা দেবনাথ


বিশালগড় (ত্রিপুরা), ১১ অক্টোবর (হি.স.) : বিশ্রামগঞ্জ এলাকায় গাড়ি থামিয়ে মারধরের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাপ্পা দেবনাথ, বাড়ি বিশ্রামগঞ্জ বাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত আরও পাঁচ অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘি কসবা বাড়ি এলাকার একটি পরিবার দুইটি গাড়ি করে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছিল। পথে বিশ্রামগঞ্জ বাজার এলাকায় তাদের একটি গাড়ির সঙ্গে বাপ্পা দেবনাথের বাইকের সামান্য সংঘর্ষ হয়। এতে কেউ আহত না হলেও বাইক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাপ্পা দেবনাথ ও তার পাঁচ সহযোগী উদয়পুরগামী একটি গাড়ির যাত্রীদের ওপর চড়াও হয়ে মারধর করে।

ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পর বাপ্পা ও তার দল দেওয়ানবাজার এলাকায় গাড়িটিকে ধাওয়া করে আবারও পথ আটকে চালক ও যাত্রীদের ওপর হামলা চালায়। এই ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বাপ্পা দেবনাথসহ ছয়জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর একটি হোটেলে অভিযান চালিয়ে বাপ্পা দেবনাথকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার পর থেকেই সে ওই হোটেলে আত্মগোপন করে ছিল। পুলিশ জানিয়েছে, পলাতক পাঁচ অভিযুক্তকে ধরতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande