জয়গাঁতে নেশার ট্যাবলেট-সহ গ্রেফতার এক
জলপাইগুড়ি, ১১ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে জয়গাঁর জিএসটি মোড়ে নাকা চেকিংয়ে পুলিশ বিপুল পরিমাণ অবৈধ নেশার ট্যাবলেট-সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম রবিউল হক। বাড়ি জয়গাঁর ঝর্নাবস্তি এলাকায়। পুলিশের কাছে আগাম খবর ছিল যে, সন্ধ্যায় ওই যুবক
জয়গাঁতে নেশার ট্যাবলেট-সহ গ্রেফতার এক


জলপাইগুড়ি, ১১ অক্টোবর (হি.স.): শুক্রবার রাতে জয়গাঁর জিএসটি মোড়ে নাকা চেকিংয়ে পুলিশ বিপুল পরিমাণ অবৈধ নেশার ট্যাবলেট-সহ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম রবিউল হক। বাড়ি জয়গাঁর ঝর্নাবস্তি এলাকায়। পুলিশের কাছে আগাম খবর ছিল যে, সন্ধ্যায় ওই যুবক হাসিমারা থেকে নেশার ট্যাবলেট নিয়ে বাসে উঠবে। এরপর জয়গাঁর জিএসটি মোড়ে নাকা চেকিংয়ে বাস থেকে নেশার ট্যাবলেট-সহ যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে পুলিশ ব্যাগ ভর্তি করা ৪ হাজার ৮০০টি নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande