ভুবনেশ্বর, ১১ অক্টোবর (হি.স.) : ওড়িশার কন্ধমাল জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে এক সরকারি বাস উল্টে প্রাণ হারায় একজন। আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটে খাজুরীপদা এলাকার গডিয়াপাড়া ঘাটির কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সৌম্য দাস (কন্ডাক্টর), বাড়ি ঢেঙ্কানাল জেলার কনহিয়াপাল গ্রামে। সরকারি বাসটি লাঞ্জিগড় থেকে কটকের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার ধারে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে পাঠায়। অন্যান্য যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য