পশ্চিম সিংহভূম, ১১ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে , চক্রধরপুর-চাইবাসা রাস্তার বৈহাতু গ্রামের কাছে ।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, রাঁচি থেকে পশ্চিম সিংভূম (চাইবাসা)গামী একটি বাসের ধাক্কায় এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা ক্ষোভে রাস্তা অবরোধ করে। প্রায় তিন ঘন্টা ধরে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। গ্রামবাসীরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত মৃতদেহ রাস্তা থেকে সরানো হবে না বলে জানায়।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতের নাম বিজয় পান । তিনি বৈহাতু গ্রামের বাসিন্দা । প্রশাসন পরিবারকে প্রাথমিক ক্ষতিপূরণ প্রদান করে । তারপর অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ শুরু করছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন