কৃষি ক্ষেত্রে দু'টি বড় প্রকল্পের সূচনা, কৃষকদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ৩৫,৪৪০ কোটি টাকারও বেশি মূল্যের দু''টি বড় প্রকল্পের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার পাশাপাশি ডালচাষের আত্মনির্ভরতার লক্ষ্যে এক মিশন চ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ৩৫,৪৪০ কোটি টাকারও বেশি মূল্যের দু'টি বড় প্রকল্পের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার পাশাপাশি ডালচাষের আত্মনির্ভরতার লক্ষ্যে এক মিশন চালু করা হয়েছে। এছাড়াও ১১ হাজার ৪৪০ কোটি টাকা ব্যয়ে ডালজাত পণ্যের আত্মনির্ভরতা মিশনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। এই মিশনের লক্ষ্য ডালের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ - শক্তিশালী করা এবং ক্ষতি হ্রাস করা।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষি, পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন, জিএসটি সংস্কারের ফলে ট্রাক্টর ক্রয়ের ক্ষেত্রে এখন সুবিধা হয়েছে কৃষকদের।

এর আগে প্রধানমন্ত্রী নতুন দিল্লির পুসায় ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের বিশেষ কৃষি কর্মসূচিতেও যোগ দেন। কৃষকদের সঙ্গে মতবিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande