নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): কৃষি ও কৃষক সবসময়ই ভারতের উন্নয়ন যাত্রার একটি অংশ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কৃষি ও কৃষক সবসময়ই ভারতের উন্নয়ন যাত্রার একটি অংশ। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাষবাস ও কৃষিতে সরকারী সহায়তা অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। ইউপিএ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিন্তু দুর্ভাগ্যবশত, পূর্ববর্তী সরকারগুলি কৃষি ও কৃষিকাজকে নিজস্ব অবস্থায় ছেড়ে দিয়েছিল। ফলস্বরূপ, ভারতের কৃষি ব্যবস্থা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে। একবিংশ শতকের ভারত দ্রুত উন্নয়ন অর্জনের জন্য, কৃষি ব্যবস্থার সংস্কার করা প্রয়োজন ছিল এবং এটি ২০১৪ সালে শুরু হয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, আজ এই ঐতিহাসিক দিনে, দেশের স্বনির্ভরতা এবং কৃষকদের কল্যাণে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হচ্ছে। প্রথমত প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা এবং দ্বিতীয়, ডাল স্বনির্ভর মিশন।এই দুটি প্রকল্প ভারতের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্য বদলে দেবে। ভারত সরকার এই প্রকল্পগুলিতে ৩৫ হাজার কোটি টাকারও বেশি ব্যয় করার পরিকল্পনা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা