নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.): মুখ্যমন্ত্রী হিসেবে ১৫ বছর সম্পন্ন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর। এই উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, চন্দ্রবাবু নাইডু গারুর সঙ্গে কথা বলেছি এবং মুখ্যমন্ত্রী হিসেবে ১৫ বছর পূর্ণ করার জন্য তাকে অভিনন্দন জানাই। তার ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি এবং সুশাসনের প্রতি অঙ্গীকার তার রাজনৈতিক জীবনে অটুট ছিল। ২০০০ সালের গোড়ার দিকে আমরা দু'জনেই মুখ্যমন্ত্রী থাকাকালীন থেকে শুরু করে অসংখ্যবার আমি চন্দ্রবাবু গারুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। অন্ধ্রপ্রদেশের কল্যাণের জন্য তিনি যেভাবে উৎসাহের সঙ্গে কাজ করছেন, তার জন্য তাকে শুভকামনা।
---------------
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা