আলিপুরদুয়ার, ১১ অক্টোবর (হি. স.) : জেলা পরিষদের ওয়েবসাইট খুললেই দেখা মিলছে পাকিস্তানি পতাকার। আলিপুরদুয়ার জেলা পরিষদের ওয়েবসাইট খুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপশনে ক্লিক করলেই ভেসে আসছে পাকিস্তানের পতাকা। বিশেষ করে নোটিশ, টেন্ডার অপশন খুললেই পাকিস্তানি পতাকা জ্বলজ্বল করছে। গোটা ঘটনায় আতঙ্কিত জেলা পরিষদ কর্তৃপক্ষ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, হ্যাকাররা অবশ্য সরাসরি ওয়েবসাইটের আঘাত করেনি। তার বদলে ওয়েবসাইটের ভেতরে থাকা এক দুটি অপশনের ভেতর আঘাত করেছে। সেখানেই পাকিস্তানের পতাকা ছবি আকারে দেওয়া হয়েছে। যদিও এই কাজ পাকিস্তানের হ্যাকারদের নাকি অন্য কোনওভাবে হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এর আগেও খোদ জেলাশাসকের নিজস্ব ফেসবুক প্রোফাইল, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটও হ্যাক করার মতো ঘটনা ঘটেছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল আলিপুরদুয়ার জেলা পরিষদের। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় চিন্তিত প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।
ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, ‘আমাদের ওয়েবসাইট নতুনভাবে তৈরি করা হচ্ছে।এর ফাঁকেই হয়তো হ্যাক করা হয়েছে। পুরো ঘটনা আমরা পুলিশকে জানিয়েছি।’
হিন্দুস্থান সমাচার / সোনালি