আহমেদাবাদ, ১১ অক্টোবর (হি.স.): গুজরাট সফরের রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার দ্বারকাধীশ মন্দিরে পুজো দেন রাষ্ট্রপতি মুর্মু। মন্দির ঘুরেও দেখেন রাষ্ট্রপতি। দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবারই গুজরাটে গির জাতীয় উদ্যান ঘুরে দেখেন। পাশাপাশি স্থানীয় জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তিনি জানান, জনজাতি সম্প্রদায়ের পরিবেশবান্ধব জীবনযাত্রা সকলের জন্য অনুপ্রেরণামূলক। জনজাতি সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য সংরক্ষণের ওপর জোর দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা