কলকাতা, ১১ অক্টোবর (হি. স.) : খিদিরপুরের কাছে পার্পেল লাইনে মেট্রো রেলের নির্মাণ কাজ চলছে জোরকদমে। শনিবার থেকে দ্বিতীয় পর্যায়ে পুরোদমেই টানেল খননের কাজ শুরু হয়। এদিন ঘটা করে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমেই আগের দিন যে কাজের সূচনা করা হয় এদিন তা প্রসারিত করা হয়েছে। প্রথম দফায় ভিক্টোরিয়া পর্যন্ত কাজ চলবে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র ভূগর্ভস্থ টানেল খননের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিব্যা নামে এক দ্বিতীয় টানেল বোরিং মেশিনের সাহায্যে ওই খননের কাজ শুরু এবং তা আগাগোড়া মেশিনের মাধ্যমে চলতে থাকবে ওই কাজ। খিদিরপুরের সেন্ট টমাস স্কুলের ভিতরেই এদিন তা আরম্ভ হল। রেল বিকাশ নিগম লিমিটেড, মেট্রো রেল কর্তৃপক্ষের পদস্থ ও শীর্ষ আধিকারিকরা এবং সেন্ট টমাস স্কুলের প্রতিনিধিরাও হাজির ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত