হাওড়া, ১১ অক্টোবর, (হি.স.): দীর্ঘদিন ধরে ট্রেন দেরিতে চলছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে— এই অভিযোগ তুলে শনিবার বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে যাত্রীদের একাংশ। যদিও রেল কর্তৃপক্ষ অবরোধের কথা অস্বীকার করেছে।
যাত্রীরা জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ আমতা থেকে হাওড়াগামী ট্রেন ছাড়ে। সেটি ৭টা ৫ মিনিট নাগাদ বড়গাছিয়া স্টেশনে আসে। কিন্তু ট্রেনটি ৪০-৪৫ মিনিট আটকে থাকে। তার জেরে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। লাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। লাইনের উপর বসে পড়েন।
যাত্রীদের দাবি, ট্রেন দেরিতে চলার সমস্যা একদিনের নয়। প্রতিদিনের নাটক হয়ে দাঁড়িয়েছে। ফলে বিপাকে পড়েন তাঁরা। নিত্যযাত্রীদের দাবি, কলকারখানার কর্মীরা ট্রেন দেরির কারণে সময়মতো না পৌঁছনোয় কারখানা কর্তৃপক্ষের কাছে বকুনি খেতে হচ্ছে।
একই অবস্থা বেসরকারি ছোটখাটো সংস্থার কর্মী বা নানা পেশার যাত্রীদের। কারও আবার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে বলে জানাচ্ছেন তাঁরা। যাত্রীদের অভিযোগ বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়ে লাভ হয়নি। শুধু আমতা শাখায় নয় খড়গপুর শাখাতেও ট্রেন লেটের একই অবস্থা বলে অভিযোগ।
রেল-আধিকারিকদের আশ্বাসে যাত্রীদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত