গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সম্প্রতি আইআইটি স্কুল অব বিজনেসের প্রতিষ্ঠিত ফ্যাকাল্টির সহযোগিতায় রঙিয়া ডিভিশনে রেল আধিকারিকদের জন্য একটি অনুপ্রেরণামূলক সেমিনারের আয়োজন করেছে। এই কর্মসূচির লক্ষ্য রেল কর্মীদের পেশাগত বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে প্রতিভার বিকাশ, ক্রমাগত শেখার প্রচার, একটি সহায়ক এবং প্রগতিশীল কর্ম পরিবেশ তৈরির প্রতি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রতিশ্রুতি তুলে ধরে।
আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। কপিঞ্জল কিশোর জানান, সেমিনারে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ সেশন ছিল। প্রথমটি, সঠিকপথে, রেলওয়ে কর্মীদের মনোভাব, ব্যক্তিত্ব এবং ধারণার রূপান্তর, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা, আন্তঃব্যক্তিক এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পেশাদার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেয়। দ্বিতীয় সেশনে “সীমানা অতিক্রম, ক্ষমতা, সাংগঠনিক রাজনীতি এবং কর্মীদের মধ্যে সুপ্ত জ্ঞান শীর্ষক স্বচ্ছতা, কার্যকর যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি, অংশগ্রহণকারীদের একটি সুসংহত এবং অনুপ্রাণিত কর্মক্ষেত্র তৈরির কৌশল সম্পর্কে সজ্জিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।
সেমিনারটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য, যা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কর্মশক্তির ক্ষমতায়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং প্রতিষ্ঠান জুড়ে শ্রেষ্ঠত্ব, দলগত কাজ এবং ক্রমাগত উন্নতির সংস্কৃতিকে শক্তিশালী করার জন্য প্রতিফলন ঘটায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস