কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): “মহিলাদের সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা থাকা আর ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়াই কি অপরাধ!” শনিবার এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
পাহাড়ে ত্রাণকার্যে রাজনীতির অভিযোগ তুলে তিনি লিখেছেন, “উত্তরবঙ্গের দুর্গত মানুষের এমন সহায়-সম্বলহীন পরিস্থিতি চোখে দেখেও না দেখার ভান করা, বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যখন দুর্গতদের প্রশাসনিক সহায়তা প্রদান নিয়ে চরম মিথ্যাচারে ব্যস্ত তখন ধূপগুড়ির একটি অস্থায়ী ত্রাণশিবিরে দুর্গতদের জন্য কোনও পরিষেবাই না দেওয়ার অভিযোগ তুলছেন সেই শিবিরে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা।
শাসকদলের নেতা-মন্ত্রীদের এই ত্রাণ শিবিরটিতে না আসার কারণ একটাই, যাঁরা এখানে কোনও মতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাঁরা বিজেপির সমর্থক। তাই দুর্গতদের জন্য কোনও পরিষেবাই নেই!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত