“পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে”, দাবি শুভেন্দুর
কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): “মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন।” শনিবার এই মন্তব্য করলেন পশ্চি
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১১ অক্টোবর, (হি.স.): “মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন।” শনিবার এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এক্সবার্তায় শুভেন্দুবাবু লিখেছেন, “ওনার পুলিশ বাহিনী কে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় নি, সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝাণ্ডা ঠিক ঠাক ভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত !!!

প্রকৃতির রোষে সব হারানো মানুষগুলির প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা। পরিত্রাতা হিসেবে পাশে ছিল এনডিআরএফ ও ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা।

আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে, পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande