এই রাজ্যের কন্যাদের লাঞ্ছনা সারা দেশ দেখতে পারছে, কটাক্ষ শুভেন্দুর
কলকাতা, ১১ অক্টোবর (হি.স.)। “আমরা সম্প্রতি কুমারী পূজা করেছি, নবরাত্রি পালন করেছি, দেবীর আরাধনা করেছি কিন্তু তারপরেও এই রাজ্যের কন্যারা কীভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন তা জনতা-জনার্দন এবং সারা দেশ তা দেখতে পাচ্ছে।” রাজ্যের পরিস্থিতি নিয়ে সা
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১১ অক্টোবর (হি.স.)। “আমরা সম্প্রতি কুমারী পূজা করেছি, নবরাত্রি পালন করেছি, দেবীর আরাধনা করেছি কিন্তু তারপরেও এই রাজ্যের কন্যারা কীভাবে ধর্ষিতা হচ্ছেন, লাঞ্ছিতা হচ্ছেন তা জনতা-জনার্দন এবং সারা দেশ তা দেখতে পাচ্ছে।” রাজ্যের পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “এই রাজ্যের অপদার্থ পুলিশ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে পশ্চিমবঙ্গের মর্যাদা এবং সম্মান অন্যান্য রাজ্যের কাছে ভুলুণ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, আমাদের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে ক্লাস সেভেনের ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণ করা হয়। তার এই ক্ষতি করেছে ৬১ বছরের ডালিম মোহাম্মদ নামের এক ব্যক্তি। কিন্তু এই ডালিম মোহাম্মদরা বেপরোয়া ভাবে রাজ্যের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। এর পাশাপাশি দ্বিতীয় ঘটনাটি ঘটেছে দুর্গাপুর আইকিউ সিটি হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস এর ছাত্রীর সঙ্গে।

তিনি জানান, আমাদের যুব নেতা পৃথ্বীরাজ, সন্তোষ সহ একাধিক যুবক কর্মীরা তারা প্রতিবাদ সংঘটিত করেছেন। এই মেয়েটির পরিবারের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। এই ঘটনায় এফআইআর করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো দোষীকে গ্রেফতার করা হয়নি।

এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক বা প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় তা আবারও প্রমাণ হয়ে গেল। দুর্গাপুজো-কালীপুজোর মধ্যেও এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। আমাদের রাজ্যের কন্যা-বোন তাদের আমরা সুরক্ষিত রাখতে পারছি না, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার।”

তিনি প্রশ্ন তোলেন, “ধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী কোথাও কোনদিন কিছু বলেননি কেন? জলপাইগুড়ি রাজগঞ্জের ছোট বাচ্চা মেয়েটির ধর্ষণে অভিযুক্ত ডালিম মোহাম্মদের শাস্তির দাবী জানাচ্ছি, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই আমরা।”

শুভেন্দু অধিকারী বলেন, “এই রাজ্যের শিশু সুরক্ষা কমিশন, মহিলা কমিশন, মুখ্যমন্ত্রী এরা এখন কোথায়? দলদাসে পরিণত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে সরাতে গেলে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande