কলকাতা, ১১ অক্টোবর (হি. স.): ফের প্রকাশ্যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য। ঘটনাস্থল এবার মালদা। ঘটনায় প্রকাশ, টোটো চালকের কাছে হাজার টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং তা দিতে অস্বীকার করলে জোটে বেধড়ক মার। পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনায় টোটো চালককে বেধড়ক মারধর করা হয়। তার ডান পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। সে চোট পেয়েছে বাঁ পা - তে এবং হাতেও। সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কালিয়াচক থানায়। আক্রান্ত টোটো চালক সঞ্জয় সাহা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়। আক্রান্ত টোটো চালকের অভিযোগ, দুবরি মোড় থেকে গোলাপগঞ্জ স্ট্যান্ডে যাত্রী নামিয়ে দোকানের কিছু মাল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় গোলাপগঞ্জ স্ট্যান্ড থেকে ৫০ মিটার দূরে তার টোটো আটকে দেয় জনৈক সিভিক ভলেন্টিয়ার। টোটোর চাবি কেড়ে নেওয়া হয়। অভিযোগ, এরপর টোটো চালকের কাছে হাজার টাকা দাবি করে কালিয়াচক থানায় কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার। আরও অভিযোগ টাকা না দেওয়ায় লাঠিসোটা দিয়েই তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ওই সিভিক ভলেন্টিয়ারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সঞ্জয় সাহা। তবে এই বিষয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের কোনও মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে সিসিটিভি - র ফুটেজ খতিয়ে দেখা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত