নারী সমিতির সম্মেলনে অধিকার আদায়ের লড়াইকে জোরদার করার আহ্বান
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : অধিকার আদায়ের লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার চারটি সাংগঠনিক মহকুমা থেকে প্রায়
নারী সমিতির সম্মেলন


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : অধিকার আদায়ের লড়াইকে আরও জোরদার করার আহ্বান জানিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার চারটি সাংগঠনিক মহকুমা থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশ নেন।

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য নেত্রী রমা দাস জানান, এই সম্মেলন রাজ্যসহ দেশের মহিলাদের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সচেতন করে তোলার একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে।

তিনি আরও বলেন, সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং ইজরায়েলের আক্রমণের ঘটনার নিন্দা জানানো হয়। পাশাপাশি এনডিএ সরকারের আমলে বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ, অরাজকতা, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং নারী নির্যাতনের মত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, জেলা সম্মেলনের আগে লোকাল কমিটি ও মহকুমা কমিটিগুলির সম্মেলন ব্যাপক সাড়া জাগিয়ে অনুষ্ঠিত হয়েছে। নারী সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এই জেলা সম্মেলনকে নতুন দিশা প্রদান করবে বলে আশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande