আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার ১০৭৯টি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু থাকা সত্ত্বেও শিক্ষক-শিক্ষিকারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। শনিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে তাঁদের অভিযোগ জানানো হয়।
সংগঠনের সভাপতি প্রদেশ চক্রবর্তী এবং ভারতীয় মজদুর সংঘের অফিস সেক্রেটারি চন্দন সূত্রধর জানান, ২০০৮ সালে রাজ্যে কম্পিউটার শিক্ষা চালু হলেও ২০১৫ সালে তা বন্ধ করে দেওয়া হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে পুনরায় কম্পিউটার শিক্ষা চালু করা হয়। সেই সময় শিক্ষক-শিক্ষিকাদের বেতন নির্ধারণ করা হয় মাত্র ৮ হাজার টাকা। এরপর থেকে তাঁরা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও দেখা করার সুযোগ পাননি।
শিক্ষকরা অভিযোগ করেন, রাজ্যের বহু বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব নেই, ন্যূনতম মজুরি পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং কম্পিউটার শিক্ষকদের স্থায়িত্বকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর ফলে ছাত্রছাত্রীদের শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষক সংঘের পক্ষ থেকে বলা হয়েছে, “রাজ্যের প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা কম্পিউটার শিক্ষক এবং শিক্ষার্থীদের নানা ক্ষেত্রে বঞ্চনা করে চলেছেন, যা দীর্ঘমেয়াদে শিক্ষার ক্ষতি করবে।” তাঁরা দাবি করেছেন, অবিলম্বে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং পর্যাপ্ত কম্পিউটার ল্যাবসহ শিক্ষা অবকাঠামো নিশ্চিত করা হোক।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ