বিশালগড় (ত্রিপুরা), ১১ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত নেতাজিনগর এলাকার বিবেকানন্দ পল্লীতে পরিত্যক্ত একটি জায়গা থেকে কিছু নিষিদ্ধ এসকফ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ শনিবার ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা শতাধিক শিশি নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে।
যদিও ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে স্থানীয় দুই নেশা কারবারি তাপস সাহা এবং সঞ্জু সাহা জড়িত থাকতে পারে। ইতিমধ্যে পুলিশ ঘটনাটি নিয়ে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের পরিমাণ বেশ বড় এবং তা স্থানীয়ভাবে নেশার ব্যবসায় ব্যবহৃত হত বলে সন্দেহ করা হচ্ছে। এলাকায় নেশা চক্রের সক্রিয়তা নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। চলমান তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য তৎপরতা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ