সোনামুড়া (ত্রিপুরা), ১১ অক্টোবর (হি.স.) : শনিবার দুপুরে সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশের নেতৃত্বে থলিবাড়ি এলাকায় বড়সড় অভিযান চালানো হয়। অভিযানে শিবু পালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামে লুকানো প্রায় ১৭৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান গোপন সূত্রের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন। সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত, অমরকিশোর দেববর্মা, রুমি আক্তার এবং ২০ জন ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) জওয়ান।
ঘটনাস্থলে বাড়ির মালিক শিবু পাল উপস্থিত ছিলেন না। বাড়িতে ছিলেন এক মহিলা, যাঁর বয়স প্রায় ৭৯ বছর। পুলিশ আসার আগে বাড়ির অন্যান্য পুরুষ সদস্যরা পালিয়ে যায়। পরে বসতঘরের চারপাশে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রামে গাঁজা লুকানো অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।
সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত বলেন, “এটা আমাদের পুলিশের বড় সফলতা। মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার করতে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সময় লেগেছে। আশেপাশের মানুষজনের কোনও বিঘ্ন ঘটেনি, অভিযান সম্পূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।”
প্রীতম দত্ত আরও জানান, উদ্ধার হওয়া গাঁজার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবু পাল ও তার সহযোগীদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যাত্রাপুর থানার এলাকায় অবৈধ গাঁজা চাষ ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ