কভার্ড ড্রেন নির্মাণ পরিদর্শন করলেন আগরতলার মেয়র
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : আগরতলা পুর নিগমের স্মার্ট সিটি উদ্যোগের অংশ হিসেবে মেয়র দীপক মজুমদার শনিবার শহরের লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড ও উইমেন্স কলেজ রোড এলাকায় কভার্ড ড্রেন নির্মাণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বর্ষা মৌসুমে জল
মেয়র দীপক মজুমদার


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : আগরতলা পুর নিগমের স্মার্ট সিটি উদ্যোগের অংশ হিসেবে মেয়র দীপক মজুমদার শনিবার শহরের লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড ও উইমেন্স কলেজ রোড এলাকায় কভার্ড ড্রেন নির্মাণ কাজের পরিদর্শন করেন। পরিদর্শনের মূল লক্ষ্য ছিল বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রতিরোধে তৈরি ড্রেনেজ অবকাঠামোর অগ্রগতি ও গুণমান মূল্যায়ন।

পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি, রাস্তা ও ড্রেনের মেরামতের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি স্থানীয়দের অসুবিধা কমানোর জন্য জল নিষ্কাশন ব্যবস্থার গুরুত্বে জোর দেন।

ড্রেন নির্মাণের কার্যকারিতা বৃদ্ধি করতে মেয়র সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ এলাকায় বক্স কালভার্ট নির্মাণের নির্দেশ দেন। আশা করা হচ্ছে, এই কাঠামোগুলি ভারী বৃষ্টিপাতের সময় এলাকার জল ব্যবস্থাপনা ক্ষমতা বৃদ্ধি করবে। মেয়র দীপক মজুমদার বলেন, “পথচারী এবং দৈনন্দিন যাত্রীদের অসুবিধা কমানোর দিকে মনোযোগ দিয়ে সমস্ত উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।”

পরিদর্শনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডাঃ শৈলেশ কুমার যাদব, নগর উন্নয়ন সচিব অভিষেক সিং, পানীয় জল ও স্বাস্থ্যবিধান দফতরের প্রকৌশলী এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande