শারদ সম্মান দিল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর
আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল শারদ সম্মান–২০২৫। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, “সবার সহায়তার মধ্য দিয়ে একটি সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়
শারদ সম্মান


আগরতলা, ১১ অক্টোবর (হি.স.) : তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল শারদ সম্মান–২০২৫। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, “সবার সহায়তার মধ্য দিয়ে একটি সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়তে হবে।” তিনি জানান, এবারের শারদীয় উৎসব রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং দুর্গাপূজা এখন জাতি–জনজাতির মিলনের উৎসবে পরিণত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সমাজ ও সরকার আলাদা নয়, সামাজিক সংগঠন ও ক্লাবগুলিকে নেশামুক্ত ও অসামাজিক কাজ মুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নিতে হবে। ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগে রাজ্যের শিল্পীদের অংশগ্রহণ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন রাজ্যের আট জেলার শ্রেষ্ঠ দুর্গাপূজা কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পশ্চিম জেলার শ্রেষ্ঠ থিমের পুরস্কার পেয়েছে কসমোপলিটন ক্লাব, শ্রেষ্ঠ প্রতিমার জন্য সূর্য তরুণ ক্লাব, আর শ্রেষ্ঠ মণ্ডপসজ্জার জন্য জয়নগরের জেপিসি ক্লাব। এছাড়া, কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন পেয়েছে বড় বাজেটের শ্রেষ্ঠ পূজার সম্মান।

মায়ের গমন অনুষ্ঠান–২০২৫-এ প্রথম স্থান অধিকার করেছে আগরতলার শতদল সংঘ, দ্বিতীয় সংহতি ক্লাব এবং তৃতীয় ব্লাড মাউথ ক্লাব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande