ধর্মশালা, ১২ অক্টোবর (হি.স.) : হিমাচলে পুলিশের অভিযানে বড় সাফল্য। শনিবার রাতে কাণ্ডওয়াল এলাকার কাছে তল্লাশির সময় একটি গাড়ি থেকে প্রায় ৬ কেজি ৪৪ গ্রাম মাদক (চরস) উদ্ধার করে পুলিশ। ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার এক পুলিশ আধিকারিক জানান , নূরপুর থানার অন্তর্গত কাণ্ডওয়ালে নাকা চেকিং চলাকালীন একটি গাড়িকে আটক করা হয়। তল্লাশিতে সওয়ারি অনু কুমার, সুরেশ কুমার ও রামলালের কাছ থেকে মাদকের (চরস) চালানও উদ্ধার হয়। তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য